Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবার তালিকাঃ

  1. প্রতি দশ বছর অন্তর (১) আদম শুমারি (২) কৃষি শুমারি (৩) অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ ও সরবরাহ।
  2. মোট দেশজ উৎপাদন এবং বৃদ্ধির হার সহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক যথা: সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয় ইত্যাদি নিরুপনের তথ্য সংগ্রহ ও সরবরাহ।
  3. ভোক্তার দৈনন্দিন জীবন যাত্রায় ব্যবহৃত খাদ্য ও খাদ্য বর্হিভূত পণ্য অর্ন্তভূক্ত করে মাস ভিত্তিক ভোক্তা মূল্য সূচক নিরুপণের তথ্য সংগ্রহ ও সরবরাহ।
  4. বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরির হার ও মজুরি সূচক প্রস্ত্ততের  তথ্য সংগ্রহ ও সরবরাহ।

  5. বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমাণ এবং ভূমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্ত্ততের  তথ্য সংগ্রহ ও সরবরাহ।

  6. গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও জনমিতিক নির্দেশক  প্রস্ত্ততের  তথ্য সংগ্রহ ও সরবরাহ।

 

      7. শিশু পুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্ যসংগ্রহ ও সরবরাহ।

      8. খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত

         তথ্য  প্রস্ত্তত ওসরবরাহ

 

       গ্রাহক/সেবাগ্রহণকারী(Users):

       (১) সরকারি/বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থা, নীতি নির্ধারক, পরিকল্পনা বিদ ও      গবেষক, শিক্ষক-  শিক্ষার্থী।     

 

      প্রতিশ্রুতি(Commitments):

     (১)স্বল্পত মসময়ের মধ্যে মানসম্মত ও সঠিক উপাত্ত পরিবেশন।

     (২)তথ্য/উপাত্ত প্রক্রিয়া ও পরিজ্ঞাত করণে আধুনিক প্রযুক্তির ব্যবহার

     (৩)বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক সিদ্ধান্ত গ্রহণে চাহিদা মাফিক উপাত্ত সরবরাহ।

     (৪)পরিসংখ্যানিক কার্যক্রম সময়োপযোগী ও ত্বরান্বিত করণ।

     (৫)প্রাথমিক তথ্য প্রদানকারীর তথ্যের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা।

 

     প্রত্যাশা(Expectations):

     (১)তথ্যপ্রদানকারী ও উপাত্ত ব্যবহারকারীদের নিকট থেকে সহযোগিতামূলক মনোভাব।

     (২)তথ্য সংগ্রহকারীগণকে স্বল্পত মসময়ের মধ্যে সঠিক তথ্য/উপাত্ত প্রদান।

     (৩)পরিসংখ্যানের মান বৃদ্ধি কল্পে পাঠক/ ব্যবহারকারী গণের নিকট থেকে গঠন মূলক পরামর্শ।